বগুড়ার শেরপুর উপজেলার চককল্যাণী গ্রামে কাটখালী বাঁধ ভেঙে ভোগান্তিতে পড়েছেন ১২ গ্রামের মানুষ। বাঁধের প্রায় ৫০ ফুট পানির স্রোতে ভেসে গেছে। এতে করে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী, চককল্যাণী, কল্যাণী, জয়নগর, জয়লাজুয়ান, বেলগাছি, জোড়গাছা ও আউলাকান্দির সঙ্গে ধুনট উপজেলার পেঁচিবাড়ি, জালশুকা, বিশ্বহরিগাছা ও ভুবনগাতি গ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সড়কের পাশের গাছপালা ও দোকানঘর ভেসে গেছে। বাঁধ ভেঙে যাওয়ায় চককল্যাণীসহ আশপাশের গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন শেরপুর ও ধুনট উপজেলার কয়েক হাজার মানুষ।