বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিনটি ফিল্ড হাসপাতাল ও ১৯টি মেডিকেল টিম, একটি সেনা ক্লিনিক বন্যাদুর্গতদের নিরলসভাবে চিকিৎসাসেবা দিচ্ছে।রোববার (১ সেপ্টেম্বর) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল টিম, ফিল্ড হাসপাতাল ও সেনা ক্লিনিক এর মাধ্যমে ৯ হাজার ৮৫৭ জনকে চিকিৎসা সহায়তা দিয়েছে তারা। একইসঙ্গে বন্যাদুর্গত এলাকা থেকে হেলিকপ্টারে এনে ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করছে বিমান বাহিনী।