শীতকাল – অভি র. (প)
ঝড়ো ঝড়ো কুয়াশা ঝরিতেছে,
ঠান্ডা হিমেল হাওয়া বহিতেছে।
চারিদিকে ঘোর ঘোর অন্ধকার,
কাছা কাছি তবু দেখা যায় না প্রদীপের বার।
রাতের অল্প সময়েও রাস্তাগুলো ফাঁকা,
রাস্তায় বের হলে কারো সাহে মেলেনা দেখা।
নিস্তব্ধ চারিদিক মনে লাগে ভয়,
মাঝ রাতে শিয়ালেরা ডাক দেয়।
মধ্য রাত্রি কালে সকলে আছে ঘুমিয়ে,
রাত্রি কাটে যেন ভয়ে ভয়ে।
সকালে শিশির ভেজা ঘাসে,
রৌদ্র তাহা হাসে।
যেন তা কত বাধা অতিক্রম করেছে,
বন্দীশালা থেকে মুক্তি পেয়েছে।
গাছের পাতা ধিয়ে শিশির ঝড়ে,
টিপ টিপ শব্দ করে।
মাটিতে পরা কারণে,
বাংলার বুকে সৃষ্ট হয় আলোড়নে।।।
দৈনিক বগুড়া