রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

গুগল ম্যাপে যুক্ত হলো নতুন যে ৬ ফিচার

গুগল ম্যাপে যুক্ত হলো নতুন যে ৬ ফিচার

সংগৃহীত

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ। এটি এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, হোটেল-রেস্তোরাঁ, রাস্তাঘাট, বিভিন্ন লোকেশনের এক বিশাল সমাহার। এতে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থানও সরাসরি দেখা যায়।

এমনকি পরিচিত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্যও (লাইভ লোকেশন) শেয়ার করা যায়। তবে এবার ব্যবহারকারীদের যাত্রাকে আরো সহজ করতে এআইয়ের সাহায্যে গুগল ম্যাপ হয়ে উঠবে আরো বেশি সহজ। ইতোমধ্যেই নতুন ৬টি ফিচার প্রকাশ করেছে গুগল। চলুন দেখে নেওয়া যাক সেসব কী কী:

চারচাকার গাড়ির জন্য নেভিগেশন
ছোট রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া সব সময়ই কঠিন। এবার গুগল নিয়ে এসেছে ন্যারো রোডস ফিচার। এর সাহায্যে ছোট রাস্তাকে এড়িয়ে যেতে পারবেন চালকরা।

ফ্লাইওভার অ্যালার্ট
অনেক সময়ই পথে চলতে চলতে ফ্লাইওভার নিয়ে সমস্যা তৈরি হয়। বিশেষ করে অপরিচিত জায়গায়। এবার সেই সমস্যা দূর করতে যুক্ত করা হয়েছে গুগলম্যাপের নতুন ফিচার। সামনে ফ্লাইওভার থাকলে এবার তাও চালকদের জানিয়ে দেবে অ্যাপ। সেটা হোক চারচাকার বা দুই চাকার গাড়ি, সকলের জন্যই থাকবে অ্যালার্ট।

ট্র্যাফিক অ্যালার্ট
ট্র্যাফিক যানজট কিংবা বিক্ষোভ, পথে কোনো সমস্যা থাকলে এবার তাও জানিয়ে দেবে অ্যাপ।

ইভি চার্জিং স্টেশন
বর্তমানে ইলেকট্রিক গাড়ি সংখ্যা বেড়েই চলেছে। চারচাকার গাড়ি বা টু-হুইলার সবই চলছে ইলেকট্রিকে। কিন্তু ইভি চার্জিং স্টেশন খুঁজে পেতে অনেক সময় সমস্যা হয়। এবার গুগল ম্যাপ নিকটবর্তী স্টেশনের সন্ধান দেবে এই অ্যাপ।

মেট্রোরেলের টিকিট বুকিং
এবার থেকে এই অ্যাপের সাহায্যে সরাসরি মেট্রোরেল টিকিট কাটা যাবে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের ঝামেলায় পড়তে হবে না।

জনপ্রিয় স্পট
কোথাও খেতে যাওয়া বা অন্য কোনো পরিকল্পনা সব খোঁজ মিলবে গুগল ম্যাপ থেকে। নিজের প্রিয় স্পট অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগও পাবেন। তাই ভ্রমণের পরিকল্পনা করলে ব্যবহারকারীদের দারুণ বন্ধু হয়ে উঠবে গুগল ম্যাপ।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: