বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে ১১ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে ১১ সেপ্টেম্বর

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাসসমূহ ১১ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হবে। এর আগে আবাসিক হলসমূহ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে খুলে দেওয়া হবে। 

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে লাউঞ্জ ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের দুই হলে আজ নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। উপাচার্য তাদের এ নিয়োগ দেন।

নবনিযুক্ত প্রাধ্যক্ষ ও হলগুলো হচ্ছে বেগম খালেদা জিয়া হলে ড. শরমীন হামিদ (অধ্যাপক, দর্শন বিভাগ) ও তপসি রাবেয়া হলে ড. তারান্নুম নাজ (অধ্যাপক, ফার্মেসি বিভাগ)।

নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ ইতিমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তারা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, হলগুলোর পূর্বতন প্রাধ্যক্ষগণ সম্প্রতি পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: