শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শাহরুখ কন্যার চুলের ক্লিপের মূল্য প্রায় ৭০ হাজার টাকা!

শাহরুখ কন্যার চুলের ক্লিপের মূল্য প্রায় ৭০ হাজার টাকা!

সংগৃহীত

তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারকা সন্তানদের নিয়েও আগ্রহ কম নয়, তারা কী ধরনের পোশাক পরেন, কেমন খাবার খান, কাদের সঙ্গে ঘোরাফেরা করেন ইত্যাদি। বলিউডের অনেক তারকার সন্তান এখনো অভিনয়ে নাম লেখাননি। কিন্তু নানা কারণে আলোচনায় থাকেন।

বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান। কিছুদিন আগে চলচ্চিত্রে অভিষেক ঘটেছে তার। কিন্তু অভিনয়ে অভিষেকের আগে থেকেই বহুল চর্চিত। কয়েক মাস আগে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে হইচই ফেলে দেন অভিনেত্রী সুহানা। ব্যক্তিগত জীবনেও সুহানা বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। এবার চুলের একটি ক্লিপকে কেন্দ্র করে খবরের শিরোনাম হলেন তিনি।

বলিউড শাদি ডটকম জানিয়েছে, কয়েক দিন আগে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন সুহানা খান। ধূসর রঙের পোশাকে রূপের দ্যুতি ছড়ান। এদিন মাথার চুলগুলো চামড়ার একটি ‘হেয়ার ক্লিপ’ দিয়ে আটকানো ছিল, যা বিশেষভাবে নজর কেড়েছে। কারণ সামান্য একটি চুলের ক্লিপের মূল্য জানলে অনেকেই হতবাক হবেন।

সুহানার চুলের ক্লিপটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড প্রাডা। এর মূল্য ৫৮০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬৮ হাজার ২৭৪ টাকা। প্রাডার ওয়েবসাইট ভিজিট করেও ক্লিপটি পাওয়া যায়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ক্লিপটি চামড়ার তৈরি। লোগেটি তৈরি করা হয়েছে মেটাল দিয়ে। এর সঙ্গে রয়েছে একটি পিন।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেন সুহানা খান। বাবার পথ ধরে রুপালি জগতে ক্যারিয়ার গড়তে চান তিনি।

স্বপ্নপূরণের যাত্রা শুরু করেছেন সুহানা খান। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে তার। গত বছর মুক্তি পায় সিনেমাটি।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: