শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নিয়মিত টিকা দিলে ৯৫ ভাগ ‘বি’ ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব

নিয়মিত টিকা দিলে ৯৫ ভাগ ‘বি’ ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব

নিয়মিত টিকা দিলে ৯৫ ভাগ ‘বি’ ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে নসরুল হামিদ মিলনায়তনে সদস্যদের জন্য হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। টিকা প্রদানে সার্বিক সহযোগিতা করে স্বাস্থ্য অধিদফতর। এদিন প্রায় ৪ শতাধিক সদস্য ও পরিবারের সদস্যদের হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, সুস্থ মানুষদের নিয়মমাফিক টিকা দেওয়ার ফলে ৯৫ শতাংশেরও বেশি মানুষ সুরক্ষিত থাকেন। যেসব মানুষ হেপাটাইটিস ‘বি’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু টিকা নেননি, তাদের ক্ষেত্রে টিকা দিয়ে হেপাটাইটিস ‘বি’ রোগ প্রতিরোধ করা সম্ভব। হেপাটাইটিস ‘বি’ এমন একটি ভাইরাস যা আমাদের লিভারকে আক্রান্ত করে। এতে আক্রান্তরা কেউ কেউ অল্প সময়েই আরোগ্য লাভ করেন। আবার অনেকের রোগ ভালো হতে দীর্ঘ সময় লেগে যায়। আর এই দীর্ঘমেয়াদি সংক্রমণই বিপজ্জনক। আক্রান্ত ব্যক্তির রক্ত এবং দেহ নির্গত যেকোনো ধরনের তরলের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ। এতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদি, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম ও এএমজেড হাসপাতালের পরিচালক কর্নেল (অব.) মো. আরশাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য এএমজেড হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: