বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

আরও ১১ পারমাণবিক চুল্লি স্থাপন করছে চীন

আরও ১১ পারমাণবিক চুল্লি স্থাপন করছে চীন

সংগৃহীত

আরও ১১টি পারমাণবিক চুল্লি স্থাপন করছে চীন। দেশটির পাঁচটি জায়গায় নতুন করে এসব চুল্লি বসানোর উদ্যোগের অনুমোদন দিয়েছে স্টেট কাউন্সিল। প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সভাপতিত্বে সোমবার স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। খবর- সিনহুয়া।

নতুন চুল্লিগুলো চীনের জিয়াংশু, শাংডং, ঝেজিয়াং ও গুয়াংজি প্রদেশে স্থাপন করা হবে। বর্তমানে চীনে ৫৬টি পারমাণবিক চুল্লি কার্যকর রয়েছে। বিশ্ব পরমাণু সংস্থা বলছে- এসব চুল্লি থেকে দেশটির মোট বিদ্যুৎ চাহিদার পাঁচ শতাংশ পূরণ হয়ে থাকে।  এই ১১টি চুল্লির জন্য বিনিয়োগ হতে পারে তিন হাজার ৮০ কোটি ডলার যা নির্মাণে সময় লাগতে পারে পাঁচ বছর।

বিশ্লেষকরা বলছেন, জীবাশ্ম জ্বালানি ও কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে চীন। ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় চীন।

সূত্র: সমকাল

সর্বশেষ: