শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আইড় মাছের তাওয়া ফ্রাই রেসিপি

আইড় মাছের তাওয়া ফ্রাই রেসিপি

রুই, কাতলা, ইলিশের পাশাপাশি আইড় মাছও অনেকের পছন্দের তালিকায় থাকে। সাধারণত কালিয়া কিংবা ঝোল করে এই মাছ রান্না করা হয়। স্বাদে কিছুটা ভিন্নতা আনতে বানিয়ে ফেলতে পারেন আইড় মাছের তাওয়া ফ্রাই। চলুন জেনে নিই এর রেসিপি- 

উপকরণ

আইড় মাছের ফিলে- দেড় ইঞ্চি পিস করে কাটা
পুদিনা পাতা- আধ কাপ

fish
ধনেপাতা- ১ কাপ
লেবুর রস- ১ টেবিল চামচ
আদা, রসুন বাটা- ১ টেবিল চামচ
কাঁচা মরিচ- ৪টি
পানি ঝরানো দই- আধা কাপ
তেল- ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ
লবণ- স্বাদ মতো
ময়দা- ১ কাপ

fish

প্রণালি

মাছের টুকরোগুলো লেবুর রস, আদা, রসুন বাটা দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। কাঁচা মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন। এই মিশ্রণের সঙ্গে দই, তেল ও মরিচ গুঁড়ো আর লবণ একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে রাখুন আরও আধা ঘণ্টা।  একটি পাত্রে ময়দা নিন। ফিলেগুলো ময়দায় উল্টেপাল্টে অতিরিক্ত ময়দা ঝেড়ে নিন। নন-স্টিক প্যানে তেল গরম করুন। মাছ দিয়ে উল্টে-পাল্টে দু'পাশ মুচমুচে করে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: