বগুড়ায় যাত্রাবীহী বাসে তল্লাশী চালিয়ে ১৫৩ গ্রাম হেরোইনসহ এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়া সিপিসির সদস্যরা। বুধবার (২৪ মে) দুপুর ২টার দিকে বগুড়া-রাজশাহী মহাসড়কের শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকায় বগুড়াগামী একটি বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ী মো. মমতাজ আক্তার (৫০) বগুড়া জেলা সদরের ফুলবাড়ি মধ্যপাড়ার মো. জিকরুল ইসলামের স্ত্রী। র্যাব-১২ বগুড়া সিপিসির স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শাজাহানপুর থানায় সোর্পদ করা হয়েছে।
দৈনিক বগুড়া