বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে একটি মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি করার সময় সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশের একটি টহল দলের হাতে নগদ টাকা ও ইয়াবা বড়িসহ শামিম হোসেন (২৫) নামের এক চোর গ্রেফতার হয়েছে। শামিম হোসেন নওগাঁ সদর উপজেলার পার বোয়ালিয়া গ্রামের মৃত আলম হোসেনের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান জানান, এ এস আই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল বৃহস্পতিবার ভোরে শহরের পোষ্ট অফিস জামে মসজিদ এলাকায় টহল দল দেয়ার সময় শামিম হোসেন কে মসজিদের দান বাক্স ভাঙতে দেখে। এ সময় তাঁকে গ্রেফতার করে তাঁর শরীর তল্লাশী করে ৫১টি ইয়াবা বড়ি ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা দায়েরের পর শামিম কে বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানিয়েছেন।
দৈনিক বগুড়া