শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সোনাতলায় ৩টি চোরাই গরুসহ গরুচোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সোনাতলায় ৩টি চোরাই গরুসহ গরুচোর চক্রের ২ সদস্য গ্রেফতার

বগুড়ার সোনাতলায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ। এসময় চোর চক্রের কাছ থেকে চোরাই কৃত ৩টি গরু এবং চোরাই কাজের ব্যবহৃত পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। চোর চক্রের সদস্যরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে আবু রায়হান(৩১), একই উপজেলার বুড়াবুড়ি গ্রামের নইবার মন্ডলের ছেলে রিজু মন্ডল(৩০)।

থানা সুত্রে জানা যায়, ১৬ অক্টোবর সোমবার দিবাগত ভোররাতে থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান, এসআই নুর ইসলাম, এ এস আই এরশাদ হোসেন এ এস আই রমেন কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বোচারপুকুর হতে কুশারঘোপ গামী পাকা রাস্তায় কানুপুর গ্রামের কোদালদহ ব্রিজে রাত্রিবেলা চেকপোস্ট ডিউটি করা কালে গরুসহ পিক-আপ গাড়িটি নজরে আসে। পিক-আপ গাড়িটি কে সিগন্যাল দিলে গাড়িটি রেখে চোর চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাদের ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসায় জানা যায় আরও ৩/৪ জনের যোগসাজসে অন্য স্থান হতে অজ্ঞাত ব্যক্তির গোয়াল ঘরের তালা ভেঙে একটি লাল রংয়ের গাভী, একটি লাল রংয়ের বকনা বাছুর ও একটি লাল কালো রংয়ের ষাঁড় গরুসহ চুরি কাজে ব্যবহৃত তালা/রড কাটার যন্ত্র, ঢাকা মেট্রো নং ২৩-১৯৬৬, একটি পিক আপ যোগে নিয়ে আসার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাস্তায় টহল ডিউটি অবস্থায় একটি পিকআপ গাড়ি দুটি বড় গরু ও একটি ছোট গরুসহ দুজন কে আটক করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: