সংগৃহীত
বগুড়ায় র্যাবের অভিযানে ৮৩ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোর পৌণে ৬ টার দিকে জেলার সদর উপজেলার কর্ণপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট এলাকার মৃত: অছিমুদ্দিনের ছেলে ফারুক প্রামাণিক (৫৪), সদর উপজেলার হটিলাপুর এলাকার মৃত: রহিমুদ্দিনের ছেলে বাবু (৪২) ও শেরপুর উপজেলার শালফা দক্ষিণপাড়া এলাকার মৃত: কোরবান আলীর ছেলে সোহেল রানা (৪৭)।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১২। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভীত্তিতে জেলার সদর উপজেলার কর্ণপুর মেসার্স মহুতী ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে রংপুর থেকে বগুড়াগামী একটি সিএনজি চালিত আটোরিকশা তল্লাশি করা হয়। এসময় সিএনজির সিটে বিশেষ কায়দায় লুকানে অবস্থায় ৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ৪টি মোবাইল, ৪ টি সীম কার্ড, ১টি সিএনজি ও নগদ ৫ হাজার ৭০০ টাকা জবৃদ করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কোমান্ডার মীর মনির হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।