সংগৃহীত
বগুড়ার শাজাহানপুরে আশেকপুরে অবৈধ ভাবে মাটি কেটে উত্তোলনের অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার পারতেখুর কুশাগাড়ি নামক স্থানে অবৈধ মাটি উত্তোলন সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করেন।
অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার মাঝিড়া ব্যবসায়ী আব্দুল জুব্বারকে এ অর্থদণ্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম মুঠো ফোনে জানান, মুচলেকা রেখে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে বারে এ রকম অপরাধ সংঘটিত হলে ছাড় দেয়া হবে না বলে হুশিঁয়ারি করা হয় ঐ অপরাধীকে। জনস্বার্থে ও জাতীয় সম্পদ টপসয়েল রক্ষার্থে অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে মর্মেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।