সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দি পল্লী উন্নয়ন সমিতির সুফলভোগীদের ৩ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) বিআরডিবি’র হল রুমে সারিয়াকান্দি পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বগুড়া জেলা উপ-পরিচালক (বিআরডিবি) মোঃ মাহফুজার রহমান।
এ সময় প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক উল হায়দার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান খন্দকার, পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম উজ্জল, শাহিন আলমসহ উপজেলার সুফলভোগী সদস্যবৃন্দ।