শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শিবগঞ্জে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করায় মিল মালিকের জরিমানা

শিবগঞ্জে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করায় মিল মালিকের জরিমানা

সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে চালের মূল্য সহনীয় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন অটোরাইসমিল ও খুচরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

অভিযান চলাকালে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করায় মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকার রবিউল অটো রাইস মিল কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানান, কৃত্রিম সংকট দেখিয়ে কেউ যেনো চালের মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য উপজেলার বিভিন্ন অটোরাইসমিল ও খুচরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। চালের মূল্য সহ বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ: