সংগৃহীত
৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আলিম মাদ্র্রাসার অধ্যক্ষ রেজাউল বারী। হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন সুখানপুকুর এমআরএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনুসহ আরো অনেকে। শেষে বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।