সংগৃহীত
বগুড়ায় র্যাবের অভিযানে গরু চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মুকুল আকন্দ (৪৫)। তিনি শিবগঞ্জ উপজেলার দেবচন্ডীর সাইফুল ইসলামের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। তিনি বলেন, 'আসামি মুকুল আকন্দ গরু চোর চক্রের একজন সক্রিয় সদস্য। এছাড়াও তার বিরুদ্ধে এর আগেও ৬ টি চুরিসহ মাদক মামলা রয়েছে।'
এর আগে গত সোমবার (১৫ জানুয়ারি) গ্রেপ্তার মুকুল আকন্দের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি গরু ও একটি ছাগল চুরির অভিযোগে মামলা করেন বড়কান্দি এলাকার বজলুর রশিদ নামে এক ব্যক্তি।
র্যাব কর্মকর্তা মীর মনির হোসেন বলেন, সারিয়াকান্দি এলাকার বাসিন্দা বজলুর রশিদের গরু ও ছাগী চুরি হওয়ার অভিযোগ পেয়ে আসামিকে ধরতে অভিযানে নামে র্যাব। গোপন সংবাদের ভিত্ততে জেলার শিবগঞ্জের মহাস্থান বাজার এলাকা থেকে আসামি মুকুল আকন্দকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, আসামি মুকুল আকন্দ তার দুই সহযোগিকে নিয়ে এই চুরি সংঘটিত করে। তবে চুরি করা গরু পানিতে পড়ে যায় এবং ছাগী শব্দ করায় তাকে মেরে ফেলা হয়েছে বলে স্বীকার করেছে ওই আসামি।
মীর মনির হোসেন বলেন, 'আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।'