সংগৃহীত
বগুড়া সারিয়াকান্দিতে অবৈধভাবে চাল মজুদ করায় ইঞ্জিল মিয়া (৩৬) নামে একজন ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইঞ্জিল উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
সোমবার সকালে ব্যবসায়ীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
তিনি জানান,ব্যবসায়ীর বাড়িতে অবৈধভাবে সাড়ে ৩ টন চাল মজুদ করার অপরাধে কৃষি বিপণন আইনে তার নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া তার সম্পূর্ণ চালগুলো আগামী ৩ দিনের মধ্যে বিক্রি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
অপরদিকে, ২টার দিকে পৌর শহরের কাঁচা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছেন। এসময় তিনি সবজির বাজারে অভিযানে বিক্রেতাদের দাম বেশি না নেওয়ার জন্য সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থীতিশীল করতে চায় ও পণ্য মজুদ করে পন্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।