শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নন্দীগ্রাম থানার ৩ পুলিশ কর্মকর্তার বিদায় সংবর্ধনা

নন্দীগ্রাম থানার ৩ পুলিশ কর্মকর্তার বিদায় সংবর্ধনা

সংগৃহীত

বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় দীর্ঘদিন দায়িত্ব পালনকারী পুলিশের ৩জন কর্মকর্তাকে কে অন্যত্র বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের কক্ষে এসআই সদরুল হাসান, এস আই আমিনুল ইসলাম ও এএসআই আবুল কালাম আজাদ এর বদলী জনিত কারণে বিদায় অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) মো: জামিরুল ইসলাম, এসআই জিয়াউর রহমান, এসআই বিকাশ চক্রবর্তী, এএসআই মামুন ও এএসআই মিন্টুর রহমান প্রমুখ।

বিদায়ী অনুষ্ঠানে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজমগীর হোসেন বলেন, চাকুরি জীবনে বিদায় আসবেই, এসআই সদরুল হাসান, এস আই আমিনুল ইসলাম ও এএসআই আবুল কালাম আজাদ তারা ছিলেন নন্দীগ্রাম থানায় সাহসী ও পরিশ্রমি অফিসার, তাদের মতো অফিসার পুলিশের জন্য সুনাম বয়ে আনতে পারে উল্লেখ করে নতুন কর্মস্থলে তারা যেনো আরও ভালভাবে দায়িত্ব পালন করতে পারে সেই কামনা করেন নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন, বিদায়ী অনুষ্ঠানে নন্দীগ্রাম থানার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট ও প্রীতি উপহার সামগ্রী প্রদান করা হয়।

সর্বশেষ: