সংগৃহীত
বগুড়ায় র্যাবের অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌণে ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন, সীমকার্ড ও নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ওই যুবকের নাম ইলিয়াস (২১)। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পশ্চিম ব্যাচগ্রামের তছির উদ্দিনের ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। তখন র্যাবের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫৯ বোতল ফেন্সিডিলসহ ইলিয়াস নামের ওই যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি মোবাইল, একটি সীমকার্ড ও নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।
মীর মনির হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি ইলিয়াসকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।