শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা দিলেন ইউএনও

সারিয়াকান্দিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সহায়তা দিলেন ইউএনও

সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর ভিটাপাড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ছয় হাজার টাকার চেক, দুই বান্ডিল ঢেউটিন ও পাঁচ টি কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

গত ৪ ফেব্রুয়ারী রবিবার বিকাল সাড়ে চারটায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর ভিটাপাড়া গ্রামের শ্রী সুদিস চন্দ্রের দুইটি টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে খবর পেয়ে ইউএনও এই সহযোগিতা প্রদান করেন।

সর্বশেষ: