সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর ভিটাপাড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ছয় হাজার টাকার চেক, দুই বান্ডিল ঢেউটিন ও পাঁচ টি কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ৪ ফেব্রুয়ারী রবিবার বিকাল সাড়ে চারটায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর ভিটাপাড়া গ্রামের শ্রী সুদিস চন্দ্রের দুইটি টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে খবর পেয়ে ইউএনও এই সহযোগিতা প্রদান করেন।