রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বগুড়ার শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

বগুড়ার শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জের দেউলী ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

সোমবার সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পূর্ব পাড়া গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলীর বাড়ি পরিদর্শন করেন তিনি। এসময় নগদ অর্থ, নতুন ঘর নির্মানের জন্য টিন ও শীতবস্ত্র প্রদান করেন। এছাড়া ঐ বাড়ির পার্শ্ববর্তী বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত এক বিধবা নারীকেও সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। গত রবিবার বিকালে ভরিয়া পূর্ব পাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে আগুন লাগে। এতে ভস্মীভূত হয়ে যায় বসত বাড়ি। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। তাঁর নির্দেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঐ এলাকার সাধারণ মানুষ।

সর্বশেষ: