সংগৃহীত
বগুড়ার ধুনট থানা পুলিশ পৌর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে। শনিবার (২ মার্চ) গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামের মৃত হাবিবুর শেখের ছেলে আসাদুল ইসলাম বাবু শেখ (৩৪) ও নাটাবাড়ী গ্রামের বাবুল আকন্দর ছেলে রুবেল আহমেদ (৩৪)।
ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ধুনট পৌর এলাকার বাইপাস মোড় এলাকায় ২ জন ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ আসাদুল ইসলাম বাবু শেখকে এবং আরো ৫০ গ্রাম গাঁজা সহ রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।