শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ধুনট বাজারে ওজনে কম দেয়ায় চার ব্যবসায়ীর জরিমানা

ধুনট বাজারে ওজনে কম দেয়ায় চার ব্যবসায়ীর জরিমানা

সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলা সদরের বাজারে ওজনে কম দেয়ায় চার জন মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (২ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

অর্থদণ্ডাদেশপ্রাপ্ত মাছ ব্যবসায়ীরা হলো- ধুনট হাটের মাছের আড়ৎদার শ্রী প্রকাশ, শ্রী বিকাশ, শুকলাল ও রবিন। তারা প্রত্যেকে সনাতন পদ্ধতিতে ওজনের ক্ষেত্রে প্রতি মণে প্রায় ৩ কেজি কারচুপি করে বলে স্বীকার করে।

এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান বলেন, ধুনট উপজেলার সকল মৎস্য আড়তে ডিজিটাল স্কেল শতভাগ ব্যবহারে মাঠপর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এরই ধারাবাহিকতায় শনিবার ধুনট বাজারে মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার আড়ৎদারকে জরিমানা করা হয়েছে। ডিজিটাল স্কেল ব্যবহার না করে ওজন কারচুপির অপরাধে তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ: