শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শাজাহানপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

শাজাহানপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

সংগৃহীত

অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলন ও পরিবহণের দায়ে বগুড়ার শাজাহানপুরে মতিউর রহমান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মতিউর রহমান উপজেলার চোপীনগর গ্রামের মমতাজুর রহমানের ছেলে।

অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি ব্রিজ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

অভিযানকালে অবৈধভাবে কৃষিজমি হতে মাটি উত্তোলন এবং ট্রাকযোগে উক্ত মাটি পরিবহন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’র সংশ্লিষ্ট ধারায় মতিউর রহমানকে এক লক্ষ টাকা অর্থদন্ত প্রদান করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্টের এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।

সর্বশেষ: