সংগৃহীত
বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নে বড়বিলা গ্রামের ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে, উপজেলা প্রশাসন একটি অভিযান পরিচালনা করেন। ৩০ শে মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস, এম রেজাউল করিম। এ সময় মাটি কাটার একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।
৩১শে মার্চ রবিবার এক পেজ বিজ্ঞপ্তি মাধ্যমে, সহকারি কমিশনার ভূমি এস এম রেজাউল করিম জানান, শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বড়বিলা গ্রামে ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে, অবৈধভাবে মাটি কাটার কারণে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়। জব্দকৃত মাটি কাটার এক্সকাভেটরটি স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামের জম্মায় দেয়া হয়েছে। ঘটনাস্থলে অপরাধীদের কাউকে পাওয়া না যাওয়ায়, মোবাইল কোর্টের মাধ্যমে কাউকে দন্ড প্রদান করা সম্ভব হয়নি, তবে নিয়মিত মামলা দায়েরের আদেশ প্রদান করা হয়েছে। এ সময় সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা জানান, অবৈধ মাটি কাটা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।