শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

বগুড়া সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের খোর্দ্দবলাইল এলাকার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

দণ্ডপ্রাপ্ত মো.মহিদুল উপজেলার কুপতলা গ্রামের মৃতঃ তাছির উদ্দিনের ছেলে।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সবুজ কুমার বসাক বলেন,’অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন। বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ: