শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে শুক্রবার (৩ মে) দিবাগত রাতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ছানাউল (৩০), পিতা-মৃত ওসমান ফকির, সাং-হিন্দুকান্দি কলোনীপাড়া, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২৫ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। একই সাথে পুলিশের অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শফিকুল ইসলাম (২৬), পিতা- বদিউজ্জামান ওরফে বুদা (খলিফা), সাং-গোসাইবাড়ী, আব্দুল মোমিন (৩৫), পিতা-আসাব্বর সাকিদার, সাং-আমতলী উত্তরপাড়া, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম।

সর্বশেষ: