সংগৃহীত
বগুড়ার ধুনট উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য ৬ জন দু:স্থ্য ও অসহায়দের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মান বাবদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার আশিক খান।
এ সময় উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম সহ উপজেলা অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় প্রদত্ত উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য দু:স্থ্য ও অসহায় ৬ জনের মাঝে মানবিক সহায়তা অংশ হিসেবে ১০ বান্ডিল ঢেউটিন ও গৃহ নির্মান বাবদ প্রতিজনকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।