শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বগুড়ার নন্দীগ্রাম থানার শ্রেষ্ঠ এএসআই হলেন মিন্টু রহমান

বগুড়ার নন্দীগ্রাম থানার শ্রেষ্ঠ এএসআই হলেন মিন্টু রহমান

সংগৃহীত

বগুড়ার জেলার শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) মে -২৪ পুরস্কার পেলেন নন্দীগ্রাম থানার এএসআই মিন্টু রহমান। এছাড়াও তিনি গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটনকারী হিসাবে সম্মাননা স্মারক (ক্রেস) পুরস্কার পেয়েছেন।

শনিবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক (ক্রেস) শ্রেষ্ঠ এএসআই মিন্টু রহমান এর হাতে তুলে দেন অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-পিপিএম।

উল্লেখযোগ্য যে, এর আগে এএসআই মিন্টু রহমান গত বছরের সেপ্টেম্বর মাসেও বগুড়া জেলার শ্রেষ্ঠ এএসআই মনোনিত হয়েছিল এবং গত বছরের জানুয়ারি মাসে বগুড়া জেলা শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে সম্মাননা স্মারক (ক্রেস) পুরস্কার পেয়েছেন। জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ নানা কারণে নন্দীগ্রাম থানায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।

সর্বশেষ: