বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

বগুড়াতে ভোক্তা অধিকারের অভিযানে বগুড়া তাঁত ও বস্ত্র মেলায়সহ বিভিন্ন স্থানে জরিমানা

বগুড়াতে ভোক্তা অধিকারের অভিযানে বগুড়া তাঁত ও বস্ত্র মেলায়সহ বিভিন্ন স্থানে জরিমানা

সংগৃহীত

বগুড়ার তাঁত ও বস্ত্র মেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার অভিযানে ১ দোকানীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মেহেদী হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। এর পরপরই কলোনী বাজারের ৩ টি দোকানীর ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে আজ রোববার (১৯ মে) বগুড়া তাঁত ও বস্ত্র মেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।

মেলায় ক্রেতা সেজে পানীয় কিনতে গেলে দেখা যায় বোতলের নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে পানীয় ও আইসক্রিম বিক্রয় করা হচ্ছে।

এই অপরাধে ঢাকা দই ফুচকাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়াও কলোনী বাজারের ৩ টি দোকানকে বিভিন্ন অপরাধে আরও ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ: