সংগৃহীত
বগুড়ার শাজাহানপুর উপজেলার রুচিতা ফুড প্রোডাক্টস নামের একটি বেকারীতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান আজ সোমবার (২০ মে) বেলা ১১ টার পর অভিযান পরিচালনা করে এই জারিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ওই বেকারীর পণ্যের গায়ে অগ্রিম উৎপাদনের তারিখ ব্যবহার এবং মোড়কজাত আইন অমান্য করতে দেখা যায়।
একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়। এই সকল অপরাধে ওই প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।