শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বগুড়ায় ২১৫ বস্তা ধান আত্মসাৎ; গ্রেপ্তার ২

বগুড়ায় ২১৫ বস্তা ধান আত্মসাৎ; গ্রেপ্তার ২

সংগৃহীত

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ২১৫ বস্তা ধান আত্মসাতের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে তাদের নিকট থেকে ৭১ বস্তা ধান উদ্ধারও করা হয়েছে।

রবিবার দুপুর ২টায় থানা চত্বরে প্রেস ব্রিফিং এ তথ্যটি নিশ্চিত করেন আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ। এরআগে শনিবার (২৫ মে) শরিয়তপুর জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে আত্মসাতের মূলহোতা ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

গ্রেপ্তারকৃতরা হলো, শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার সাবের পাড়া এলাকার মোজাম্মেল সরদারের ছেলে লিংকন সরদার (৩৫) ও ডামুড্যা থানার ফুলকুড়ি এলাকার গোডাউন মালিক শুকুর সরদারের ছেলে ওয়াহেদুল জামান টুটুল (২৮)।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, গত শনিবার (১৮মে) দুপুরে আদমদীঘি কুসুম্বী বাজারের জনৈক মাসুদের আড়ত থেকে ‘ঢাকা মেট্রো-ট-১৬-৪৮৫২’ নামের একটি পণ্যবাহী ট্রাক ভাড়া করে প্রায় ৫ লাখ টাকার ২১৫ বস্তা ধান নারায়নগঞ্জ জেলার গন্দবপুর তালতলা রুপসী মেসার্স সিটি অটো রাইচ এন্ড ডাল মিলের উদ্দেশ্যে রওনা করেন ড্রাইভার জাহাঙ্গীর আলম। পরের দিন রবিবার যথাস্থানে খবর নেয় সেখানে ধান পৌঁছায়নি। তখন শাহিন হোসেন একাধিক বার মুঠোফোনে ড্রাইভার এবং হেলপারের সঙ্গে যোগাযোগ করলে তাদের মুঠোফোনে বন্ধ দেখায়। এরপর তাদের নাম্বার বন্ধ দেখে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে খবর না পেয়ে একপর্যায়ে থানায় একটি এজাহার দায়ের করেন ট্রাক শ্রমিক বন্দবস্তকারী অফিসের সদস্য সাহিন হোসেন। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায় গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সাবেরপাড়া গ্রামের ঘটনার সঙ্গে জড়িত লিংকন সরদার নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে একই গ্রামের কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মধ্যে থেকে ওই ট্রাকটি উদ্ধার করা হয়। লিংকন সরদারকে আরও জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে একই জেলার ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজার জনৈক শুকুর সরকরের গোডাউন ঘর থেকে ৭১ বস্তা ধানসহ ঘটনার সঙ্গে জড়িত ওয়াহেদুল জামান টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এবং ঘটনার সঙ্গে জড়িত ড্রাইভারকে গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ: