সংগৃহীত
বগুড়ায় ওপার বাংলার কবি অমিতাভ গুপ্তকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কবির সম্মানে গত সোমবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে ‘আধেকমুক্ত রজনীগন্ধা’ বিষয়ক আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠের আয়োজন করে বগুড়া লেখক চক্র ও বগুড়া জীবনানন্দ পরিষদ।
বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলের ওপার বাংলার কবি অমিতাভ গুপ্ত, অতিথি আলোচক ছিলেন কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি জে এম রউফ।
অতিথি কবি হিসেবে কথা বলেন কবি সম্পাদক প্রকাশক মনিরুল মনির ওপার বাংলার কবি শবর রায়। আলোচনা সভায় বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সহসাধারণ সম্পাদক এম রহমান সাগর ও বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি মাহমুদ হোসেন পিন্টু ও কবি ওয়ায়েজ রেজা। ওপার বাংলার কবি অমিতাভ গুপ্ত ও কবি শবর রায় এবং কবি মনিরুল মনিরকে সংগঠনের পক্ষ থেকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেয়া হয় এবং অগ্রজ কবি অমিতাভ গুপ্তকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না। ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলক পাল।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সিকতা কাজল, কবি শাকিবুল শাকিল, কবি পবিত্র প্রামাণিক, কবি তাপসী দে, কবি প্রতত সিদ্দিক, কবি খোদেজা খাতুন, কবি জীবন সাহা, কবি মাহমুদ কাওছার, কবি সাহানা আক্তার, কবি এস এম আনিছুর রহমান, কবি আমির খসরু সেলিম, কবি অনামিকা রায়, কবি আবু রায়হান, কবি মুনছুর রহমান তানসেন, কবি এম রহমান সাগর, কবি মাহাবুব টুটুল।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, আসাদ হোসেন, সাংবাদিক মাজেদ রহমান, বাপার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, বগুড়া নাট্যদলের সভাপতি মীর্জা আহসানুল হক দুলাল, চিত্রশিল্পী বেলাল উদ্দিন আহমেদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চলচ্চিত্র পরিচালক সুপিন বর্মন, রবিউল করিম হৃদয় প্রমুখ। অনুষ্ঠান শেষে কবিদেরকে দই ও চিড়া দিয়ে আপ্যায়ন করা হয়।