শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বগুড়া জেলার ট্রাফিক বিভাগের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া জেলার ট্রাফিক বিভাগের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংগৃহীত

বগুড়া জেলায় ১৩ জুলাই ২০২৪ খ্রি. (শনিবার) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বগুড়া জেলার ট্রাফিক বিভাগের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনাব জাকির হাসান, পিপিএম, সম্মানিত সুপার, বগুড়া মহোদয় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার মহোদয়, জেলার প্রাণকেন্দ্র সাতমাথা, থানা মোড়, দত্তবাড়ি’সহ বিভিন্ন ব্যস্ততম এলাকা, ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং শহরের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায়, অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্/ডিএসবি), বগুড়া, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, বগুড়া, টিআই, সার্জেন্ট, টিএসআই, এটিএসআই সহ ট্রাফিক বিভাগের সকল অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ: