শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ট্যাংকের একটিরও নেই ঢাকনা, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

ট্যাংকের একটিরও নেই ঢাকনা, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে থাকা ছয়টি পানির ট্যাংকের একটিরও নেই কোনো ঢাকনা। ফলে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা ব্যবহার করছে দূষিত পানি। এতে স্বাস্থ্যঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রোগীরা। 

সরেজমিনে প্রাপ্ত তথ্যানুযায়ী, দীর্ঘদিন ধরে পানির ট্যাংকের ঢাকনা না থাকার কারণে ট্যাংকের ভিতর পানিতে পড়ছে ধুলো-ময়লা ও বিভিন্ন কীটপতঙ্গ। এছাড়া ট্যাংকগুলো অনেক দিন ধরে পরিস্কার না করার ফলে এর ভিতরে আয়রন ও শ্যাওলার ঘনস্তর জমে গেছে। পানি দিয়ে বের হচ্ছে পঁচা দুর্গন্ধ। এছাড়া হাসপাতালের ভিতর খাবার পানির টিউবওয়েলে রয়েছে প্রচুর আয়রণ। যা রোগীদের স্বাস্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 

সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, হাসপাতালের খোলা ট্যাংকের ওপর প্রচন্ড তাপদাহে কাকসহ অন্যান্য পাখিরা পানি পানসহ গোসল করছে। ট্যাংকের ভিতর মরে পঁচে আছে ব্যঙের মত নানা প্রাণী।

দৌলতপুর উপজেলা নবাগত স্বাস্থ্য ও পরিবেশ পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রাহমান জানান, আমি যোগদানের পূর্বে থেকেই ঢাকনা ছাড়াই ট্যাংকগুলো ছিল। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: