শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

৫০ রান তুলতেই তিন উইকেট নেই আফগানদের

৫০ রান তুলতেই তিন উইকেট নেই আফগানদের

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে আফগানিস্তান। যেখানে দলীয় ফিফটি পূরণের আগেই তিন টপ অর্ডারকে হারিয়েছে আফগানরা। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে প্রোটিয়ারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১২ ওভারে তিন উইকেটে ৪৬ রান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করছে আফগানিস্তান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুই ব্যাটার মিলে নির্বিঘ্নে ৮ ওভার কাটিয়ে দেন।

নবম ওভারের শুরুতেই কেশব মহারাজের ঘূর্ণিতে কাটা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। আউট হওয়ার আগে তিনি করেন ২৫ রান। 

পরে বাইশ গজে আসেন রহমত শাহ। এরপরই সাজঘরের পথ ধরেন ইব্রাহিম জাদরান (১৫) ও আফগান দলপতি হাশমতউল্লাহ শাহিদী (২)। নিয়মিত বিরতিতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানরা।

এখন আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন রহমত শাহ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: