প্রাক-বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে উঠেছে বাংলাদেশ। বাছাইয়ের বাধা পেরিয়ে এখন পর্যন্ত একবারও বিশ্ব আসরে পৌঁছাতে না পারলেও এবার জামাল ভূঁইয়াদের সমর্থন দিচ্ছে লা লিগার ক্লাব কাদিজ এফ সি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল দলকে বিশ্বকাপ বাছাইয়ের জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করেছে কাদিজ। স্প্যানিশ ক্লাব হয়েও বাংলাদেশকে নিয়ে বাংলায় পোস্ট করেছে ক্লাবটি। অবশ্য বাংলাদেশি ভক্তদের উদ্দেশে আগেও বাংলায় ফেসবুক পোস্ট করেছে ইউরোপীয় আরও কয়েকটি ক্লাব।
তবে সেসব পোস্ট ছিল ক্লাবের বাংলাদেশি ভক্তদের উদ্দেশে। কাদিজের পোস্টটা কিছুটা আলাদা। কারণ তারা সরাসরি বাংলাদেশ ফুটবল দলের জন্য সমর্থন জানিয়েছে। বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তারা লিখেছে, ‘ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আমরা বাংলাদেশকে সমর্থন করি!’
দৈনিক বগুড়া