শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায়?

বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায়?

ব্যাটে-বলে তুঙ্গে বিশ্বকাপের ‘যৌবন’। সেমিতে যাওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান এরই মধ্যে পাকাপোক্ত করেছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

অন্যদিকে সমীকরণের মারপ্যাচের ‘অসাধ্য’ হিসাব পাকিস্তান মেলাতে না পারলে নিউজিল্যান্ডই শেষ চারের লড়াইয়ে নামবে। এরই মধ্যে ব্যাটসম্যানদের মধ্যে সেরা হওয়ার লড়াইও জমে উঠেছে। শুক্রবার আফগানিস্তান বিরুদ্ধে ৪১ রানের সুবাদে ফের একবার চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকার শীর্ষে পৌঁছে গেছেন কুইন্টন ডি কক।

তবে এ সাপ-লুড়ু খেলার দৌড়ে খুব বেশি একটা পিছিয়ে নেই রচিন রবীন্দ্র, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার থেকে রোহিত শর্মা। সবারই বৃহস্পতি তুঙ্গে!

চলতি বিশ্বকাপে ৯ ম্যাচের শেষে ৫৯১ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে অবস্থান প্রোটিয়া ব্যাটার ডি ককের। ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে ৪ শতরান রয়েছে ডি ককের। সর্বোচ্চ ইনিংস ১৭৪ রানের।

চলতি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দু’নম্বরে রয়েছেন রচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের এ ব্যাটারের ঝুলিতে ৯ ম্যাচের শেষে ৫৬৫ রান। ৩টি শতরান ও ২টি অর্ধশতরান ইতোমধ্যে চলতি বিশ্বকাপে হাঁকিয়ে ফেলেছেন রচিন। ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের ঠিক পরেই রানের বিচারে তিন নম্বরে রয়েছেন ভারতীয় সেনসেশন বিরাট কোহলি। ৮ ম্যাচের শেষে কোহলি এখনও পর্যন্ত ৫৪৩ রান। চলতি বিশ্বকাপে জোড়া শতরান ও ৪টি অর্ধশতরান রয়েছে বিরাটের। এখনও পর্যন্ত ৫০০ রানের গণ্ডি টপকেছেন এই তিন ব্যাটারই।

সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা। জোড়া শতরান ও ১টি অর্ধ-শতরানের সুবাদে ৮ ম্যাচের শেষে ওয়ার্নারের ঝুলিতে ৪৪৬ রান। 

দারুণ ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার হিটম্যান। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হাঁকিয়েছেন ১টি শতরান ও ২টি অর্ধশতরান। তার ঝুলিতে রয়েছে মোট ৪৪২ রান।

আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত অর্ধ-শতরানের সুবাদে ৪৪২ রান নিয়ে ছয় নম্বরে রয়েছেন রাসি ভান ডার ডুসেন। শ্রীলঙ্কা ম্যাচে ৪৩ রান করে ৮ ইনিংসে ৪১৮ রান ডারিল মিচেলের। রয়েছেন ৭ নম্বরে। আটে ম্যাড ম্যাক্স। মহাকাব্যিক দ্বিশতরানের সুবাদে ৭ ইনিংসে ৩৯৭ রান করে তালিকার সাত নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল। ২৫ রানের ইনিংসের সুবাদে নয়ে আইডেন মারক্রাম। ঝুলিতে মোট ৩৮২ রান। ইব্রাহিম জারদান (৩৭৬) ও ডেভিড মালান (৩৭৩) রয়েছেন যথাক্রমে ১০ ও ১১ নম্বরে।

এখন দেখার পালা সেরাদের সেরা কে হয়, কার ব্যাটের ঝলকে গ্যালারি মেতে উঠবে। সেই অপেক্ষার পালা শেষ হবে ১৯ নভেম্বর বিশ্বকাপ মহারণের ফাইনালের মধ্য দিয়ে। সে পর্যন্ত তো অপেক্ষা করাই যায়...।

সূত্র- Dhaka Post 

দৈনিক বগুড়া

সর্বশেষ: