রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলবে আফগানিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলবে আফগানিস্তান

সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান ও নিউ জিল্যান্ড। ঐতিহাসিক টেস্টটি অনুষ্ঠিত হবে ভারতের গ্রেটার নয়ডার স্পোর্টস কমপ্লেক্সে।

জানা গেছে, ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টটি। 

২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ৯ টি টেস্ট খেলেছে আফগানিস্তান। এর মধ্যে চলতি বছরেই খেলে ফেলেছে দুটি টেস্ট, সেপ্টেম্বরেই হতে যাচ্ছে তাদের তৃতীয় টেস্ট। আর নিউজিল্যান্ডের বিপক্ষে এটি তাদের প্রথম টেস্ট।

নিউজিল্যান্ড টেস্টের পরে অক্টোবরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করবে আফগানরা। অন্যদিকে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে কিউইরাও। নিউজিল্যান্ড ছাড়াও আফগানিস্তান এখনও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তারে বিপক্ষে টেস্ট খেলেনি।

চলতি বছরের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু সেটি তারা বাতিল করেছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: