শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভিলার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে এমি মার্টিনেজ

ভিলার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে এমি মার্টিনেজ

সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মেয়াদ বাড়িয়েছে অ্যাস্টন ভিলা। নতুন চুক্তি অনুযায়ী  ইংলিশ ক্লাবটিতে ২০২৯ সাল পর্যন্ত থাকবেন তিনি। 

আগের চুক্তিতে ৩১ বছর বয়সী মার্টিনেজের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি ছিল ভিলার। ২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেওয়ার পর ২০২২ সালে আরো তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি।

তৃতীয় মেয়াদে চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরো দুই বছর।

ভিলার হয়ে চতুর্থ মৌসুম শেষ করে ১৫০ ম্যাচ খেলেছেন মার্টিনেজ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোল হজম করেননি তিনি। ভিলা প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাওয়ার পেছনে রয়েছে তার বড় অবদান।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানো শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্টিনেজ। দুইটি কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ: