শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ, শীর্ষ দলগুলোর প্রতিপক্ষ যারা

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ, শীর্ষ দলগুলোর প্রতিপক্ষ যারা

সংগৃহীত

প্রতিযোগিতাকে আরো আকর্ষণীয় করার লক্ষ্যে নতুন মৌসুমে নতুন ফরম্যাটে আয়োজিত হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ফরম্যাটে যেমন এসেছে আমুল পরিবর্তন, বেড়েছে দলের সংখ্যাও।

অতীতের গ্রুপ পর্বের পরিবর্তে প্রতিটি দল প্রথম পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ভিন্ন আট দলের বিরুদ্ধে মাঠে নামবে। একনজরে দেখে নিন এবারের আসরে প্রথম পর্বে শীর্ষ দলগুলোর প্রতিপক্ষ:

রিয়াল মাদ্রিদ: বরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আটালান্টা, সালজবার্গ, লিলি, ভিএফবি স্টুটগার্ট, ব্রেস্ট
ম্যানচেস্টার সিটি: ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রাগ, জুভেন্টাস, ফেইনুর্ড, স্পোর্টিং লিসবন, স্পার্টা প্রাগ, স্লোভান ব্রাতিসলাভা
বায়ার্ন মিউনিখ: পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার দোনেৎস্ক, ডায়নামো জাগরেব, ফেইনুর্ড, স্লোভান ব্রাতিসলাভা, অ্যাস্টন ভিলা
পিএসজি: ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইনদোভেন, সালজবার্গ, জিরোনা, ভিএফবি স্টুটগার্ট

লিভারপুল: রিয়াল মাদ্রিদ, আরবি লিপজিগ, বায়ার লেভারকুসেন, এসি মিলান, লিলি, পিএসভি আইনদোভেন, বোলোনিয়া, জিরোনা
ইন্টার মিলান: আরবি লিপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বায়ার লেভারকুসেন, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্টা প্রাগ
বরুসিয়া ডর্টমুন্ড: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, ক্লাব ব্রাগ, সেল্টিক, ডায়নামো জাগরেব, স্টার্ম গ্রাজ, বোলোনিয়া
আরবি লিপজিগ: লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস, অ্যাথলেটিকো মাদ্রিদ, স্পোর্টিং লিসবন, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্টার্ম গ্রাজ

বার্সেলোনা: বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আটালান্টা, বেনফিকা, ইয়াং বয়েজ, রেড স্টার বেলগ্রেড, ব্রেস্ট, মোনাকো
বায়ার লেভারকুসেন: ইন্টার মিলান, লিভারপুল, এসি মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ, সালজবার্গ, ফেইনুর্ড, স্পার্টা প্রাগ, ব্রেস্ট
অ্যাথলেটিকো মাদ্রিদ: আরবি লিপজিগ, পিএসজি, বায়ার লেভারকুসেন, বেফিকা, লিলি, সালজবার্গ, স্লোভান ব্রাতিসলাভা, স্পার্টা প্রাগ
জুভেন্টাস: ম্যানচেস্টার সিটি, আরবি লিপজিগ, বেনফিকা, ক্লাব ব্রাগ, পিএসভি আইনদোভেন, লিলি, ভিএফবি স্টুটগার্ট, অ্যাস্টন ভিলা

আর্সেনাল: পিএসজি, ইন্টার মিলান, শাখতার দোনেৎস্ক, আটালান্টা, ডায়নামো জাগরেব, স্পোর্টিং লিসবন, মোনাকো, জিরোনা
এসি মিলান: লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রাগ, বায়ার লেভারকুসেন, রেড স্টার বেলগেড, ডায়নামো জার্গেব, জিরোনা, স্লোভান ব্রাতিসলাভা
অ্যাস্টন ভিলা: বায়ার্ন মিউনিখ, আরবি লিপজিগ, জুভেন্টাস, ক্লাব ব্রাগ, সেল্টির, ইয়াং বয়েজ, বোলোনিয়া, মোনাকো।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: